নিজস্ব প্রতিবেদক:
গণভোটে হ্যাঁ জয়যুক্ত হয় তাহলে জুলাই যে পরিবর্তনের স্বাথে হয়েছিল পরিবর্তনের লক্ষ্য হয়েছিল মানুষের মধ্যে যে আশা জেগেছিল সেটা আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে।
রংপুরে গনভোটের প্রচার ও ভোটার উদ্ধদ্ধকরণের উদ্দেশ্যে মতবিনিময় সভায়
প্রধান অতিথির বক্তিতায় সৈয়দা রিজওয়ানা হাসান, পরিবেশ বন ও জলবায়ু মন্ত্রনালয় উপদেষ্টা ১৮ জানুয়ারী সন্ধ্যা ৬ টায় রংপুর জেলা শিল্পকলা একাডেমিতে গনভোটের প্রচার ও ভোটার উদ্ধদ্ধকরণের উদ্দেশ্যে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রংপুরের বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম, রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম, মেট্রে পুলিশ কমিশনার মজিদ আলী, বিভাগীয় তথ্য অফিসার মোফাকখারুল ইকবাল।
সভাপত্বিত করেন রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান।
এ সময় প্রধান অতিথি আরও বলেন,সকল স্টক হোল্ডার, রাজনৈতিক দল, জনগণ, প্রশাসন আইনশৃঙ্খলা বাহিনী, নির্বাচন কমিশন সকলে যখন প্রস্তুত নির্বাচনের জন্য আমরাও প্রস্তুত। অনেক বছর তো নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠুভাবে অংশগ্রহণ করতে পারেনি। যদি আমরা জুলাই অভ্যুত্থানে যাই তবে দীর্ঘদিনের ক্ষোপকে পুঞ্জিভূত করে একটা গণঅভ্যুত্থান হয়েছিল। সেই গণঅভ্যুত্থানের প্রধান দাবিতে ছিল পরিবর্তন। কোটা সংস্কার দিয়ে শুরু হলেও যে ধরনের রাষ্ট্রীয় অত্যাচার ও বর্বরতা মুখোমুখি হয়েছিল ছাত্র-জনতা তখন থেকে পরিবর্তনের একটা দাবি উঠে। আমাদের অন্তরবর্তী সরকারকে একটা গতানুগতিক নিয়ম তান্ত্রিকভাবে শুধুমাত্র প্রশাসন চালিয়ে একটি নির্বাচন করে দিয়ে যাওয়ার জন্য আমাদেরকে এ জায়গায় আনা হয়নি। আমরা তিনটা এজেন্ডা নিয়ে অর্থাৎ মেন্ডেট নিয়ে কাজ করছি। সংস্কার বিচার ও নির্বাচন। আমরা সংস্কার প্রসঙ্গে যে যে বিষয়ে অভিজ্ঞ যারা যে বিষয়ে অভিজ্ঞ তাদেরকে দিয়ে সম্পূর্ণ সরকারের নিয়ন্ত্রণের বাইরে রেখে সংস্কার কমিশনের কাছ থেকে মতামত এনেছি। ১১ টি সংস্কার কমিশনের মধ্যে ছয়টি সংস্কার কমিশন যারা ভোটের সাথে নির্বাচনের সাথে জড়িত সরাসরি সম্পৃক্ত তাদের সুপারিশ মালা গুলো নিয়ে জুলাই সনদ প্রস্তুত করা হয়েছে। এই সনদের ওপর দীর্ঘদিন সপ্তাহ মাস ব্যাপী সকল বড় রাজনৈতিক দলের সাথে আলাপ করা হয়েছে। তার প্রেক্ষিতে গণভোটের প্রশ্নগুলো নির্ধারণ করা হয়েছে। জুলাই সনদে সুপারিশগুলো ছিল সেগুলো ছিল বিভিন্ন ক্ষেত্রে কাঙ্খিত পরিবর্তন এর সুপারিশ। তার ভিত্তিতে বড় দাগের যে সুপারিশগুলো ছিল পরিবর্তনের সেই সুপারিশগুলো নিয়ে গণভোটের প্রশ্ন আকারে সম্মিলিত করেছি। যদি গণভোটে হ্যাঁ জয়যুক্ত হয় তাহলে জুলাই যে পরিবর্তনের স্বাথে হয়েছিল পরিবর্তনের লক্ষ্য হয়েছিল মানুষের মধ্যে যে আশা জেগেছিল সেটা আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে।