জিয়া পরিষদ বিরল উপজেলা ও পৌর শাখার উদ্যোগে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

2026-01-19 04:45:40

আতিউর রহমান, বিরল (দিনাজপুর):

১৮ জানুয়ারী-২০২৬ রবিবার সারাদিন ব্যাপী আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

জিয়া পরিষদ বিরল উপজেলা ও পৌর শাখা কর্তৃক বিরল শহীদ মিনার মাঠ চত্ত্বরে আয়োজিত "কর্মী সমাবেশ” এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম ও তাঁর সহধর্মীনি আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়াসহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর বিরল উপজেলার প্রয়াত ত্যাগী ও পরীক্ষিত মোঃ নজমুল ইসলাম সরকার, আলহাজ্ব আব্দুল বাসেদ, মোঃ মোতাহার আলী, মোঃ আব্দুর রফিকসহ সকল নেতৃবৃন্দের স্মরণে "স্মরণ সভা ও দোয়া মাহফিল" অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত কর্মী সমাবেশ, স্মরণ সভা ও দোয়া মাহফিলে বিএনপি'র সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র মনোনীত প্রার্থী আলহাজ্ব মোঃ সাদিক রিয়াজ চৌধুরী (পিনাক চৌধুরী) ।

মূখ্য আলোচক ছিলেন জিয়া পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি ও জেলা বিএনপি'র সহ-সভাপতি মোঃ মামুনুর রশিদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন জিয়া পরিষদ বিরল উপজেলা শাখার সভাপতি মোঃ মোস্তফা কামাল (প্রভাষক ও সাইকোলোজিস্ট)। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিরল পৌর জিয়া পরিষদের আহ্বায়ক মোঃ মোস্তাফিজুর রহমান (আক্কারুল)।

বিশেষ অতিথি বিরল উপজেলা বিএনপি'র সভাপতি মোঃ বাবুল হোসেন, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, পৌর বিএনপির সাধারন সম্পাদক মোঃ নুর জামাল হোসেন (সোনাহার)সহ জিয়া পরিষদের মিনহাজ মিন্টু, শাহ্ মানিক ও সুরত আলী এবং বিরল উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন। সঞ্চালনা করেন জিয়া পরিষদের মোঃ জামাল হোসেন, শাহ আলম মানিক ও আব্দুল মতিন সরকার। শেষে মুনাজাত করা হয়।