লালমনিরহাট মিলিটারি ফার্মের ঘাসবাহী ট্রাক্টরের চা'পা'য় নারী পথচারী গু'রুতর আ'হ'ত

2026-01-19 04:45:42

লালমনিরহাট প্রতিবেদক:

লালমনিরহাটে মিলিটারি ফার্মের গবাদি পশুর ঘাস বহনকারী ট্রাক্টরের চা'পায় এক নারী পথচারী গু'রুতর আ'হ'ত হয়েছেন। রবিবার (১৮ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার আনসার ক্যাম্প সংলগ্ন হলদিটারী এলাকায় এ দু'র্ঘ'টনা ঘটে।

‎‎প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দুপুর আনুমানিক ২টার দিকে সিএস নং ৯০১০৩১ বয়লার অপারেটর শহীদুজ্জামান নয়ন (মাহিন্দ্র) ট্রাক্টরযোগে মিলিটারি ফার্মের গবাদি পশুর ঘাস সংগ্রহ করে ফেরার পথে বিএনপি কলোনির বাসিন্দা মোছাঃ দুলালি (৬০), স্বামী—মৃত আবু বক্কর, পথচারী অবস্থায় ট্রাক্টরের চা'কায় পি'ষ্ট হয়ে গু'রুতর আহত হন।

‎‎দুর্ঘটনার খবর পেয়ে লালমনিরহাট মিলিটারি ফার্মের উপ-অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ এমদাদুল হক দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন।

পরে,সেনাবাহিনীর একটি গাড়িতে করে আহত নারীকে দ্রুত লালমনিরহাট সদর হাসপাতাল-এ নেওয়া হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক এক্স-রে পরীক্ষার মাধ্যমে জানান, আহত নারীর কোমরের হাড় ভে'ঙে গেছে। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল-এ রেফার করা হয়।

এ ঘটনায় প্রাথমিক পর্যবেক্ষণে জানা গেছে, ট্রাক্টরটি চালাচ্ছিলেন বয়লার অপারেটর শহীদুজ্জামান নয়ন, যিনি প্রকৃতপক্ষে প্রশিক্ষিত ড্রাইভার নন। স্থানীয়দের আশঙ্কা, আহত নারীর উন্নত চিকিৎসা নিশ্চিত না হলে পরবর্তীতে এলাকাবাসী সড়ক অব'রোধসহ বিভিন্ন কর্মসূচি নিতে পারে। ঘটনাটি নিয়ে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন।