কুড়িগ্রামে শীতে এতিম ও মাদরাসা সহস্রাধিক শিক্ষার্থীকে শীতবস্ত্র বিতরণ

2026-01-19 04:41:31

কুড়িগ্রাম প্রতিনিধি:

উত্তরাঞ্চলের সবকটি জেলাসহ কুড়িগ্রামে হিমেল হাওয়া ও কনকনে ঠান্ডায় শীত মারাত্মকভাবে জেঁকে বসেছে। প্রতিদিন তাপমাত্রা কমতে থাকায় এ জনপদে বেড়েছে শীতের তীব্রতা।

সরকারি ও বেসরকারিভাবে শীতবস্ত্র বিতরণের অংশ হিসেবে পূবালী ব্যাংক পিএলসির পক্ষ থেকে রবিবার (১৮ জানুয়ারি) দিনব্যাপী সহস্রাধিক শীতার্ত মানুষকে কম্বল বিতরণ করা হয়েছে।

জেলার সদর উপজেলার পাঁচগাছীতে ১টি ও উলিপুর উপজেলার পান্ডুল ইউনিয়নের ৩টি মাদরাসা শিক্ষার্থী ও এতিম শিশুদের মাঝে প্রধান অতিথি হিসেবে এসব শীতবস্ত্র বিতরণ করেন পুবালী ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক ঠাকুরগাঁ আব্দুর রাজ্জাক।

এতে রংপুর আঞ্চলিক কার্যালয়ের প্রিন্সিপাল অফিসার আজাহারুল ইসলাম, কুড়িগ্রাম পূবালী ব্যাংকের ব্যবস্থাপক এএইচএম আলমগীর কবির, ব্যবস্থাপক উলিপুর পূবালী ব্যাংক আশরাফুল হক, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার ও ব্যবস্থাপক চিলমারী উপশাখা মেহেদী হাসান মুরাদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এসময় প্রধান অতিথি আব্দুর রাজ্জাক বলেন, উত্তরাঞ্চলের সবকটি জেলাসহ কুড়িগ্রামে প্রচন্ড শীতের দাপট দেখা দিয়েছে। এতে কুড়িগ্রামের সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের কথা বিবেচেনা করে পুবালী ব্যাংকের কেন্দ্রীয় সহযোগিতায় শীতবস্ত্র হিসেবে এসব কম্বল বিতরণ করা হলো।প্রয়োজন অনুযায়ী এধরনের কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে বলেও জানান তিনি।