বদরগঞ্জ গলায় ফাঁস দিয়ে গৃহবধুর মৃত্যু

2026-01-19 03:20:43

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:

রংপুরের বদরগঞ্জে গলায় ফাঁস দিয়ে মর্জিনা বেগম (৫০) নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গোপিনাথপুর ইউনিয়নের বাঁশটারী ফকির পাড়া গ্রামে। ওই গৃহবধূ ফকিরপাড়া গ্রামের ছাদিকুল ইসলাম ডাক (ওরফে) ভগলু'র স্ত্রী।ঘটনাটি স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে বলে জানা গেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত গৃহবধূ দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছেন। তার চিকিৎসাও চলছে। রবিবার (১৯ জানুয়ারি) দুপুর ১২ টায় নিজ ঘরের ফ্যানের সাথে ওড়না পেছিয়ে গলায় ফাঁস দিয়ে মারা গেছে বলে জানা যায়।

এ বিষয়ে বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাসান জাহিদ সরকার জানান মৃত্যুর ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।