পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধি:
এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, দিন শেষে কেউ যতই 'না' ভোটের পক্ষে প্রচারণা চালাক না কেন, বাংলাদেশের জনগণ 'না' নয়-বরং 'হ্যাঁ'-এর পক্ষেই তাদের চূড়ান্ত রায় দেবে। জনগণ নতুন বাংলাদেশের পক্ষে এবং প্রয়োজনীয় সংস্কারের পক্ষেই অবস্থান নেবে বলে তিনি মন্তব্য করেন। জাতীয় ছাত্র শক্তির উদ্যোগে গণভোটে 'হ্যাঁ'-এর পক্ষে আয়োজিত কর্মসূচির উদ্বোধন উপলক্ষে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, শহীদ হাদীকে যারা খুন করেছে এবং যারা এই হত্যাকা-ের সঙ্গে জড়িত ফ্যাসিস্ট লীগ ও তাদের দোসররা-তাদের সবাইকে এই বাংলাদেশের মাটিতেই বিচারের মুখোমুখি করা হবে এবং দোষীদের কার্যকর শাস্তি নিশ্চিত করা হবে। এর আগে তিনি রোববার সকালে তিনি বৈষম্যবিরোধী আন্দোলনের প্রথম শহীদ রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে আবু সাঈদের কবর জিয়ারত করেন। পরে তিনি শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করেন।
জাতীয় ছাত্র শক্তির সভাপতি জাহিদ হাসান, সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার, সদস্য রাকিব রানা মাসুদ, কেন্দ্রীয় সংগঠক মাসুম বিল্লাহসহ জাতীয় ও যুবশক্তির অন্যান্য নেতৃবৃন্দ
উপস্থিত ছিলেন।