পীরগাছায় টিএমএসএসের প্রাথমিক স্বাস্থ্য-শিক্ষা ও সেবা কার্যক্রমের শুভ উদ্বোধন

2026-01-20 22:32:47

পীরগাছা (রংপুর) প্রতিনিধি:

রংপুরের পীরগাছায় মাত্র ১০ টাকায় প্রাথমিক স্বাস্থ্য-শিক্ষা ও সাশ্রয়ী মূল্যে ঔষধ বিক্রি কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে টিএমএসএস পরিচালিত প্রাথমিক স্বাস্থ্য-শিক্ষা ও সেবা কার্যক্রমের উদ্বোধন করেন পীরগাছা সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয়  প্রধান শ্রী কৌশিক ভুট্টাচার্য। 

পীরগাছা উপজেলা শাখা প্রধান সনৎ কুমার অধিকারীর সভাপতিত্বে উপজেলা টিএমএসএস কার্যালয়ে এই সেবা কার্যক্রম উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন, ডিডি (পিএইচই এন্ড এসপি) সাজ্জাদ হোসেন, ডোমেইন প্রধান, অপারেশন-৪ রংপুর এর সহকারি পরিচালক মোহাম্মদ শাহীন মিয়া, রংপুর জোন প্রধান মোঃ ময়নুল হক প্রধান, দামুর চাকলা রিজিয়ন প্রধান রফিক আজির, জয়পুরহাট জোনের (আরএইচও) রেজওয়ানুর রহমান, পল্লী চিকিৎসক ডাঃ মোহাম্মদ আলী, বিশিষ্ট রাজনীতিবিদ ও ব্যবসায়ী রফিকুল ইসলাম, দামুর চাকলা শাখা প্রধান শাহ জালাল, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট আসমিতা শিলা।

এ কর্মসৃচীর আওতায় প্রাথমিক স্বাস্থ্যসেবা, স্যানিটেশন, শিক্ষা ও সেবা প্রদান, মা-শিশু প্রসূতি ও প্রবীণ গণের সেবা প্রদান, নিরাপদ ও সুষ্ঠু ভাবে সন্তান প্রসবে উদ্বুদ্ধকরণ, হতদরিদ্রদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও স্বল্প মূল্য বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা করাসহ নানা কার্যক্রম প্রদান করা হবে। তিনশত টাকায় সেবা কার্ড গ্রহন করে মাত্র ১০ টাকা ফি দিয়ে এসব চিকিৎসা সহায়তা পাবেন সাধারণ মানুষ। এছাড়াও কঠিন ও জটিল রোগের জন্য এমবিবিএস চিকিৎসক দ্বারা চিকিৎসা, স্বল্পমূল্যে টিএমএসএসে অপারেশনসহ নানা কার্যক্রমের প্রদানের আশ্বাস দেয়া হয়। পরে অতিথিবৃন্দ ফিতা কেটে এসব সেবার জন্য শাখা কার্যালয়ের উদ্বোধন করেন।