হিলিতে অটোবাইক উল্টে চালক নিহত

আমাদের প্রতিদিন
2025-12-14 21:07:53

হিলি (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের হিলিতে অটোবাইকের সাথে কুকুরের ধাক্কা লেগে অটোবাইক উল্টে মিজানুর রহমান (৩২) নামের এক অটোবাইক চালক নিহত হয়েছে। বুধবার দুপুরে উপজেলার ডাঙ্গাপড়া সড়কের খট্টামাধবপাড়া ইউনিয়নের  হরেকৃষ্ণপুর গ্রামের বটতলী নামকস্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত চালক খট্টা গ্রামের আইনুল ইসলামের ছেলে।

হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সায়েম মিয়া জানান, অটোবাইক চালিয়ে মিজানুর রহমান ডাঙ্গাপাড়া বাজারে যাচ্ছিলো। খট্টা মাধবপাড়া ইউনিয়নের হরেকৃষ্ণপুর গ্রামের বটতলী নামকস্থানে পৌছালে একটি কুকুরের সাথে অটোবাইকের ধাক্কা লেগে অটোবাইকটি উল্টে যায়। চালক মিজানুর অটোবাইকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।