গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধিঃ
রংপুরের গঙ্গাচড়া উপজেলা পরিষদ প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে বৃহস্পতিবার (৯ মার্চ) সকালে উপজেলার ২২ জন অস্বচ্ছল জটিল রোগীর চিকিৎসার জন্যে এককালীন অনুদানের চেক প্রদান করা হয়েছে। উপজেলা প্রশাসন ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সমাজসেবা অধিদফতরের আয়োজনে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত ২২ জন অস্বচ্ছল রোগীর মাঝে ৫০ হাজার টাকা করে ১১লাখ টাকার চেক বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না'র সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রুহুল আমিন ।
বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সাজু আহম্মেদ লাল ও রাবিয়া বেগম, বীর মুক্তিযোদ্ধা আজিজুল ইসলাম, ওবায়দুল্লাহ,উপজেলা সমাজসেবা অফিসার মোসাদ্দেকুর রহমান, সমবায় অফিসার আফতাবুজ্জান চয়ন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুনিমুল হক। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, রাজনৈতিক নেতাসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।