ভারত সীমান্ত সংলগ্ন বিরলের ধর্মপুর শালবনে আবারও এসেছে নীলগাই

আমাদের প্রতিদিন
2024-12-04 09:10:13

দিনাজপুর  ও বিরল প্রতিনিধি:

দিনাজপুরের বিরল উপজেলার ধর্মপুর সীমান্তে ঠিক এক বছরের মাথায় ভারত থেকে আবারও এসেছে বিলুপ্ত প্রায় প্রাণী “নীলগাই”। ধুসর রঙের এই নীলগাইটিকে গতকাল শনিবার সকাল থেকে ভারত সীমান্ত সংলগ্ন ধর্মপুর শালবন ও এর আশেপাশে ছোটাছুটি করতে দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে উৎসুক জনতা নীলগাইটিকে দেখতে ভীড় জমায় ধর্মপুর শালবন ও আশেপাশের এলাকায়।

স্থানীয়রা জানান, সকালে ধর্মপুর শালবন ও আশেপাশের জমিতে একটি ধুসর রঙের নীলগাইকে ছোটাছুটি করতে দেখতে পান তারা। এই খবর ছড়িয়ে পড়ার পর এখন অনেকেই ভীড় করছেন ধর্মপুর শালবন ও আশেপাশের এলাকায়।

খবর পেয়ে সেখানে ছুটে আসেন বন বিভাগের কর্মকর্তা ও বিজিবি’র সদস্যরা। বনবিভাগের ধর্মপুর বীট কর্মকর্তা মোঃ মহসীন আলী জানান, শনিবার সকালে খবর পেয়ে তারা এলাকায় ছুটে আসেন। তিনি জানান, এটি নীরিহ প্রানী, তাই কেউ যাতে এই প্রাণীটিকে বিরক্ত বা ক্ষতি করতে না পারে এ জন্য চেষ্টা চালাচ্ছেন বন বিভাগের কর্মকর্তা ও কর্মীরা।

উল্লেখ্য, গতবছরের ১৬ মার্চ ভারত থেকে আরও একটি নীলগাই ছুটে আসে ধর্মপুর শাল বনে। এরপর দিনভর জনতার ধাওয়া খেয়ে বিকেলে প্রাণ হারায় বিলুপ্ত প্রায় নিরীহ এই প্রানীটি।