নির্মল রায়,গঙ্গাচড়া (রংপুর):
রংপুরের গঙ্গাচড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে (২৬ মার্চ) রবিবার সুর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সুচনা হয়। পরে গঙ্গাচড়া কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়। উপজেলা প্রশাসন, গঙ্গাচড়া মডেল থানা পুলিশ, আওয়ামীলীগ, জাতীয় পার্টি, বিএনপি, জাসদ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, সাংবাদিক সংগঠনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, ব্যবসায়ী ও পেশাজীবী সংগঠন পুষ্পমাল্য অর্পণ করেন।পুষ্পমাল্য অর্পণ শেষে সকাল ৮ টায় উপজেলা পরিষদ মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং পুলিশ,ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, আনসার ভিডিপি,স্কাউটস, গার্লস গাইড সদস্যবৃন্দের অংশগ্রহণে কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শন, বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সংবর্ধনা ও শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্রীড়া প্রতিযোগিতাছাড়াও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না'র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রুহুল আমিন, গঙ্গাচড়া মডেল থানার ওসি দুলাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা ওবায়দুল্লাহ। এসময় সহকারি কমিশনার (ভূমি) নয়ন কুমার সাহা, ভাইস চেয়ারম্যান সাজু আহম্মেদ লাল ও রাবিয়া বেগম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আসিফ ফেরদৌসসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, রাজনৈতিক নেতাসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সফিয়ার মোঃ জাকিউল আলম স্বপন ও শাহনাজ পারভীন।
সভা শেষে দিবসটি উপলক্ষে নেয়া বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া জাতির শান্তি, সমৃদ্ধি, দেশের উন্নয়ন ও অগ্রগতি কামনা করে মসজিদ, মন্দিরে মোনাজাত ও প্রার্থনাছাড়াও হাসপাতাল এবং এতিম খানায় উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।