রংপুর কালেক্টরেট ঈদগাহের আধুনিকীকরণ মেহরাবের উদ্বোধন

আমাদের প্রতিদিন
2024-10-04 04:34:33

নিজস্ব প্রতিবেদক:

প্রায় ১০ লাখ টাকা ব্যয়ে রংপুর কালেক্টরেট ঈদগাহের আধুনিকীকরণ মেহরাবের উদ্বোধন করেছেন বিদায়ী জেলা প্রশাসক আসিব আহসান। শুক্রবার (০২ ডিসেম্বর) জুমার নামাজ শেষে ফলক উন্মোচনের মধ্যদিয়ে এটির উদ্বোধন করেন তিনি। এসময় মাদ্রাসার এতিম শিশুদের মাঝে আল কোরআন ও জায়নামাজ বিতরণ করা হয়।

রংপুর স্টিল আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গোলাম রব্বানী, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি ফিরুজুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব এ ডবিøউ এম রায়হান শাহ ও রংপুর স্টিলের ব্যবস্থাপনা পরিচালক ও সিটি প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক হামীম আব্দুল্লাহ।

উদ্বোধন শেষে দোয়া মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা হাফিজুল ইসলাম। সম্পূর্ণ স্টিল দিয়ে কালেক্টরেট ঈদগাহ মেহরাবের আধুনিকীকরণ ও সম্প্রসারণ কাজ বাস্তবায়ন করেন রংপুর স্টিল।