এ্যাপেক্স ক্লাব অব রংপুরের প্রেসিডেন্ট হলেন এ্যাড.আবু সাঈদ সুমন

আমাদের প্রতিদিন
2024-09-13 08:33:51

নতুন কমিটি গঠন

খবর বিজ্ঞপ্তি :

এ্যাপেক্স ক্লাব অব রংপুর এর ২০২৩ সালের ১৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এতে প্রেসিডেন্ট হয়েছেন এ্যাপেক্সিয়ান এডভোকেট মোঃ আবু সাঈদ সুমন এবং সাধারণ সম্পাদক এ্যাপেক্সিয়ান গৌতম কুমার দাস।

শুক্রবার (৫ মে)  বিকেলে নগরীর এক রেস্টুরেন্টে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে ২০২৩ সালের এ্যাপেক্স ক্লাব রংপুর এর কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

কমিটির অন্যান্যরা হলেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এ্যাপেক্সিয়ান  ইন্জিনিয়ারি মোঃ জমাদার রহমান, সদস্য এ্যাপেক্সিয়ান এডভোকেট শুভাশিস মাহাতা,এ্যাপেক্সিয়ান সোয়েব আলম,এ্যাপেক্সিয়ান মোঃ মোকলেছার রহমান, মোঃ নওশাদ আলম,হাসান আল সাকিব, মোঃ আরমান , মোঃ আক্তারুল ইসলাম, আশিক, আবির।

এসময় এ্যাপেক্স ক্লাব অব রংপুরের বিগত কমিটির প্রেসিডেন্ট  মোখলেছুর রহমান নব নির্বাচিত প্রেসিডেন্ট এ্যাপেক্সিয়ান  এডভোকেট মোঃ আবু সাঈদ সুমনকে দায়িত্ব বুঝে দেন।

প্রসঙ্গত,এ্যাপেক্স ক্লাব একটা আন্তর্জাতিক চ্যারিটাবল সংগঠন, সংগঠন টি প্রত্যেকটি সদস্য নিজেরাই চাঁদা দিয়ে সমাজের কম সুবিধাভোগি লোকদের জন্য  সমাজে অগ্রসর হওয়ার জন্য কাজ করে থাকে, সারা বছর বিভিন্ন রকম সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে থাকে।