তিস্তা প্রকল্প বাস্তবায়নের উপর আগামী দিনের প্রতিনিধি নির্বাচন করবে মানুষ: মোস্তফা

আমাদের প্রতিদিন
2024-09-10 01:32:01

নিজস্ব প্রতিবেদক:

গণসমাবেশে উদ্বোধনী বক্তব্যে রংপুর সিটি কর্পোরেশনের মেয়র, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর জেলা-মহানগর কমিটির সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা বলেছেন, তিস্তা চুক্তি ও মহাপরিকল্পনা বাস্তবায়ন চাই। আমার সরকারের বিপক্ষে আন্দোলন করছি না, কিন্তু আমরা নিজেদের উন্নয়ন আর অধিকার আদায়ে সচেতন হয়েছি। আমাদের প্রয়োজনে আমরা আজকে মাঠে নেমেছি। তিনি বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের উপর আগামী দিনের প্রতিনিধি নির্বাচন করবে মানুষ। তিস্তা বেষ্টিত এলাকার জনপ্রতিনিধিরা যদি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে ভূমিকা না রাখেন, তাহলে তিস্তা পাড়ের মানুষরাও ভোটের সময় আপনাদের লাল কার্ড দেখাবে।