কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি:
নির্বাচনী এলাকা সৈয়দপুর-কিশোরগঞ্জ নীলফামারী -৪, আসন থেকে জাতীয়পাটির মনোনয়ন চান সৈয়দপুর উপজেলার গর্বিত সন্তান বিশিষ্ট শিল্পপতি জাপানেতা সিদিকুল আলম।গতকাল শনিবার সন্ধায় কিশোরগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে তিনি এ দাবি জানান। জাপা নেতা বলেন এ আসনের সংসদ সদস্য দলীয় নেতাকর্মিদের মূল্যায়ন কবছেন না। এলাকার কাঙ্খিত উন্নয়নে তিনি উদাসিন। সাধারন মানুষের আশা আকাংখার কোন প্রতি ফলন ঘটেনি। এছাড়াও তিনি সব উন্নয়ন কাজে দূনীতির সাথে জড়িত রয়েছেন। তাই দলের হাইকমান্ডের ইঙ্গিতে আমি মাঠে নেমেছি। সৈয়দপুরের মত কিশোরগঞ্জে শিল্পকারখানা স্থাপন করে অবহেলিত মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃস্টি করবো। কিশোরগঞ্জবাসীর আর পিছিয়ে থাকার সময় নেই। এজন্য তাদের সহযোগিতার দরকার । এসময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জাপার সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক আলম হোসেন, সৈয়দপুর পৌর জাপার সদস্য সচিব রাকিব খান, পৌর জাপার যুগ্ন আহবায়ক শামসুদ্দিন অরুন, সৈয়দপুর রাজনৈতিক জেলার জাতীয় যুব সংহতির সাবেক সভাপতি রত্তশন মাহালামা, সৈয়দপুর পৌর জাপার যুগ্ন আহবায়ক সাখাওয়াত হোসেন ও যুব সংহতির সাবেক সাধারন সম্পাদক ওয়াদুল রহমান ভুটু।