খবর বিজ্ঞপ্তির:
রংপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি এবং বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ মে) দুপুরে নগরীর বেতপট্টি দলীয় কার্যালয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতে এ সদস্য সংগ্রহ ও নবায়নের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়। পরে দ্বিতীয় পর্বে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে রংপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সিরাজুল ইসলাম প্রামানিক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রণজিৎ ঘোষ তাপসের সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের আহ্বায়ক এ কে এম ছায়াদৎ হোসেন বকুল, যুগ্ম আহ্বায়ক মাজেদ আলী বাবুল,জয়নাল আবেদীন,আনোয়ারুল ইসলাম, সদস্য মোতাহার হোসেন মন্ডল মওলা, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যাণ সম্পাদক এস এম সিহাবুজ্জামান সিহাব,উপ-মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান আসাদ,স্বেচ্ছাসেবক লীগের জাতীয় পরিষদের সদস্য এ্যাড. জিয়াউল ইসলাম চৌধুরী,মজিনুর রহমান মজনু প্রমুখ। অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন।
সভায় বক্তারা বলেন,মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে স্বেচ্ছাসেবক লীগ বদ্ধপরিকর। আমরা বিশ্বাস করি, দেশের বিরুদ্ধে সকল অপতৎপরতা, জঙ্গীবাদ, সন্ত্রাস ও সাম্প্রদায়িকতা প্রতিহত করতে স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ অগ্রণী ভূমিকা পালন করবে।