ফুলবাড়ী(দিনাজপুর)প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ীতে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগীতায় ও গ্রাম বিকাশ কেন্দ্র (জিবিকে) এর বাস্তবায়নে কৃষি যান্ত্রিকীকরন বিষয়ক কৃষি সমাবেশ ও আধুনিক কৃষি যন্ত্রপাতি প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
আজ (৯ মে) মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা আলাদিপুর ইউনিয়নের বাসুদেপুর গ্রামে কৃষি যান্ত্রিকীকরন বিষয়ক কৃষি সমাবেশ ও আধুনিক কৃষি যন্ত্রপাতি প্রদর্শনী অনুষ্ঠান গ্রাম বিকাশ কেন্দ্র (জিবিকে) এর প্রধান নির্বাহী মোঃ মোয়াজ্জেম হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পিকেএসএফ এর সিনিয়র উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ গোলাম তৌহিদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পিকেএসএফ এর সিনিয়র মহা-ব্যবস্থাপক মুহাম্মদ হাসান খালিদ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গ্রাম বিকাশ কেন্দ্র এর উপ-প্রধান নির্বাহী আমিনুল ইসলাম, গ্রাম বিকাশ কেন্দ্র এর ডাইরেক্টর(মাইক্রফাইনান্স) অসিম রাউত, সহকারী পরিচারক (ক্ষুদ্র ঋন কার্যক্রম) মোঃ রেজাউল আহসান,সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার মোঃ আব্দুস সালাম, রিজিওনাল ম্যানেজার এসএম সাহাবুদ্দিন, খয়েরবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ এনামুল হকসহ স্থানীয় কৃষাণ-কৃষাণী ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। সার্বিকতত্বাবধায়নে ফুলবাড়ী এলাকা ব্যাবস্থাপক মোল্লা রফিকুর রহমান, মোঃ সেলিম হোসেন ও প্রকল্প সহযোগী কর্মকর্তাগন। পরে আধুনিক কৃষি যন্ত্রপাতি পরিদর্শন ও মাঠ পর্যায় কৃষকের মাঝে বিতরণ করেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।