কালীগঞ্জে জুয়া খেলার অপরাধে আটক-৬

আমাদের প্রতিদিন
2024-09-03 15:18:45

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি:

লালমনিরহাটের কালীগঞ্জে সংঘবদ্ধ হয়ে জুয়া খেলার সময় ৬ অপরাধীকে হাতেনাতে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থসহ আটক করেছে পুলিশ।

গত মঙ্গলবার (৯ মে) রাত ১টার দিকে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ এটিএম গোলাম রসুলের দিক নির্দেশনায় এসআই সৈকত এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্সসহ উপজেলার মদাতি ইউনিয়নের মৌজাশাখাতী এলাকার আব্দুস সাত্তারের কাঠাল ও বাঁশ বাগানের মধ্যে থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন হাতীবান্ধা উপজেলার কেকতীবাড়ি এলাকার আব্দুল জব্বারের ছেলে মোঃ রফিকুল ইসলাম (৪৮), মৃত শহর উদ্দিনের ছেলে মোঃ জিহাদ আলী মোগল (৪৬), উত্তর গোতামারী এলাকার মৃত গোলাম মোস্তফার ছেলে মোঃ হাবিব (৪৬), দক্ষিণ গোতামারী এলাকার মৃত ফয়েজ উদ্দিনের ছেলে মোঃ ছয়ফুল ইসলাম (৫৫), কালীগঞ্জ উপজেলার মদাতী ইউনিয়নের মৌজা শাখাতী এলাকার মোঃ আফছার আলীর মোঃ রবিউল ইসলাম (২৭) ও কৈটারী এলাকার মৃত রইচ উদ্দিনের ছেলে,  মোঃ আবু বক্কর সিদ্দিক (৫৫)।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ এটিএম গোলাম রসুল বলেন, আমরা প্রায় উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে জুয়ারুদের গ্রেফতার করছি। কালীগঞ্জ উপজেলায় জুয়া নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।