রংপুরে বিভাগীয় পর্যায় শিশু সংগীত ও শিশু নৃত্য অনুষ্ঠিত

আমাদের প্রতিদিন
2024-09-19 02:39:00

নিজস্ব প্রতিবেদক:

রংপুরে বিভাগীয় পর্যায় শিশু সংগীত ও শিশু নৃত্যদলের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আজ বুধবার সকালে রংপুর জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে বিভাগীয় পর্যায় শিশু সংগীত ও শিশু নৃত্যদলের প্রযোজনা ভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা পুলিশ সুপার মাঃ ফেরদৌস আলী চৌধুরী। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এডাবিøউএম রায়হান শাহ, এসময় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।