পীরগাছা (রংপুর) প্রতিনিধি:
রংপুরের পীরগাছা উপজেলার কান্দি ইউনিয়নের জাপশীরি খালের অন্তর্ভুক্ত ৪টি গ্রামের মানুষকে নিয়ে জাপশীরি খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির লি: এর কমিটি গঠন করা হয়েছে। আজ বুধবার দুপুরে সমিতির অস্থায়ী অফিস কার্যালয়ে কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন জাপশীরি খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির লি: এর আহবায়ক আবুল কালাম আজাদ বাদল। এতে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন, কান্দি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সালাম আজাদ জুয়েল, এলজিইডি রংপুরের ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্পের প্রতিষ্ঠানিক উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম মেধা, সামাজিক উন্নয়ন কর্মকর্তা (সোসিওলজিষ্ট) মোছাঃ লুৎফা খাতুন বুবলি, উপজেলা সমবায় কর্মকর্তা মোছাঃ শামসুন্নাহার বেগম, কৃষি ফেসিলেটর জহুরুল ইসলাম, কান্দি ইউনিয়ন জাতীয় পার্টির আহ্বায়ক আব্দুর রশিদ সরকার, সিনিয়র সাংবাদিক এম খোরশেদ আলম, পীরগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তাজরুল ইসলাম প্রমুখ। সভায় জাপশীরি খাল উপ-প্রকল্পের প্রথম ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়। এতে সভাপতি হিসেবে আবুল কালাম আজাদ বাদল, সাধারণ সম্পাদক হিসেবে মোঃ নোমান মিয়া, সহ-সভাপতি হিসেবে আব্দুল কুদ্দুছ, কোষাধ্যক্ষ হিসেবে মোছাঃ হেলেনা আক্তার, সদস্য হিসাবে আবু সাঈদ মাহমুদ, আব্দুল আজিজ, সাজু মিয়া, রফিকুল ইসলাম, মোছাঃ মনজিলা বেগম, জরিনা বেগম, সারজিনা বেগম ও মহসিন আলীকে নির্বাচিত করা হয়। সভায় কান্দি ইউনিয়ন চেয়ারম্যান আব্দুস সালাম আজাদ জুয়েল সমিতির কার্যালয় নির্মাণ করার জন্য ১৩ শতাংশ জমি দান করার ঘোষণা দেন।