রংপুরে বিভাগীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরুষ্কার বিতরণ

আমাদের প্রতিদিন
2024-09-07 15:26:38

নিজস্ব প্রতিবেদক:

রংপুরে ইসলামিক ফাউন্ডেশন বিভাগীয় কার্যালয়ের আয়োজনে শিশু কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার বিকেলে ইসলামিক ফাউন্ডেশন বিভাগীয় কার্যালয়ের মিলনায়তনে এ পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশন রংপুর বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মোছাদ্দিকুল আলমের সঞ্চালনায় ও পরিচালক মো: শাহজাহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকারের পরিচালক মো: ফজলুল কবীর।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড় রংপুর কারামতিয়া কামিল মাদ্রাসার সাবেক উপাধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আলী সরকার।অনুষ্ঠানে বিভাগের বিভিন্ন প্রতিষ্ঠানে শিশু কিশোরদের মাঝে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার ও সনদ বিতরণ করা হয়।