নিজস্ব প্রতিবেদক:
রংপুরে মাদ্রাসাপড়ুয়া সাহিনুর ইসলাম (১২) নামের এক ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল সাড়ে সাতটায় দিকে সদর উপজেলার পাগলাপীরস্থ মডেল মসজিদের পার্শ্বে আখ ক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়। এঘটনায় সন্দেহভাজন ৭ জনকে আটক করেছে পুলিশ।
সাহিনুর সদর উপজেলার হরিদেবপুর গোকুলপুর গ্রামের শাহ আলমের ছেলে ও সে পাগলাপীর নুরুল কুরআন হাফিজিয়া মাদ্রাসার নাজরা বিভাগের ছাত্র ছিল।
পুলিশ ও স্থানীরা জানায়, সোমবার রাত থেকে সাহিনুর মাদ্রাসা থেকে নিখোঁজ ছিল। রাতে মাদ্রাসা কর্তৃপক্ষ তাকে খোঁজাখুঁজি করে। স্থানীয়রা মঙ্গলবার সকালে সাহিনুরের লাশ আখক্ষেতের পাশে দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
বিষয়টি নিশ্চিত করেছেন সদর কোতয়ালী থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) শাহিনুর আলম। তিনি জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশ সন্দেহভাজন ৭ জনকে আটক করে থানায় নিয়েছে। আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ময়নাতদন্ত শেষে সাহিনুরের লাশ পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।