কুড়িগ্রাম অফিস:
কুড়িগ্রামের উলিপুরের সাহেবের আলগা ইউনিয়নের ব্রহ্মপুত্র নদের একটি দুর্গম চর থেকে এক হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক কারবারীকে গ্রেফতার করেছে উলিপুর থানা পুলিশ। দুর্গম নামাজের চর নামক এলাকার পুলিশের তদন্ত দল গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করে।
পুলিশ জানায়,উলিপুর উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের গেন্দার আলগা গ্রামের ব্রহ্মপুত্র নদের পশ্চিম তীর হতে উলিপুর দৈ খাওয়ার চর গ্রামের মাদক কারবারী হাবিবুর রহমান (২৭),মহসিন মিয়া (২৩) ও রৌমারী উপজেলার কাজাইকাটা গ্রামের রিপন মিয়া (১৮) এ তিন মাদক কারবারীদেরকে গ্রেফতার করা হয়। তাদের হেফাজত থেকে এক হাজার পিচ ইয়াবাও উদ্ধার করা হয়।
এ ব্যাপারে কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) রুহুল আমীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ জেলায় মাদক নির্মূলে আমাদের এ অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।