প্রতিনিধি অফিস:
কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী সীমান্তে ২০ পিচ ইয়াবাসহ বালারহাট স্কুল অ্যান্ড কলেজের প্রভাষককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ( বিজিবি) । ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ফজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিজিবি'র পক্ষ থেকে ফুলবাড়ী থানায় একটি মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার সীমান্তঘেষা কুরুষাফেরুষা চাইলনের বাজার এলাকা থেকে ওই মাদকসহ কলেজ শিক্ষক তৈয়ব আলী (৪২) কে আটক করে বালারহাট বিজিবি ক্যাম্পে নিয়ে যায় বিজিবি টহল দল।
আটক তৈয়ব আলী হলেন উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের কুরুষাফেরুষা গ্রামের মৃত ময়েন উদ্দিনের ছেলে ।
ওই রাতে তৈয়ুব আলীর মোটরসাইকেলের তেলের ট্যাংকির ভিতর থেকে প্লাস্টিকের কাগজে মোড়ানো বিশেষ কায়দায় রাখা ১০ পিচ ইয়াবা ট্যাবলেট জব্দ করে বালারহাট বিজিবি ক্যাম্পে সদস্যরা। শুক্রবার দুপুরে তৈয়ব আলীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে ফুলবাড়ী থানায় সোর্পদ করেন বিজিবি।
লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাট্যালিয়নের অধীন বালারহাট ক্যাম্পের নায়েক সুবেদার সফিকুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান আটক আসামীকে ফুলবাড়ী থানায় সোর্পদ করা হয়েছে।