সাঘাটা(গাইবান্ধা)প্রতিনিধিঃ
গাইবান্ধার সাঘাটা উপজেলা বিএনপির আয়োজনে আগামী ২৭ মে গাইবান্ধা জেলা বিএনপির সমাবেশ সফল করার লক্ষ্যে গত শনিবার সাব-রেজিঃ অফিস চত্বরে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির আহবায়ক মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও সদস্য সচিব সেলিম আহমেদ তুলিপের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাঃ মইনুল হাসান সাদিক। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সাবেক ছাত্রনেতা ময়নুল ইসলাম শামীম,জেলা বিএনপির সদস্য নাজেমুল ইসলাম নয়ন,উপজেলা সিনিয়র যুগ্ম আহবায়ক মঈন প্রধান লাবু, সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, মতলুবর রহমান রেজা, যুবদল আহবায়ক আহমেদ কবীর শাহিন, আবু হেনা মোস্তফা কামাল, ফজলুল করিম চান্দু,আলাউদ্দিন মন্ডল, মোস্তাক আহমেদ মিলন,মহিলা দলনেত্রী মৌসুমী আকতার বৃষ্টি, মিজানুর রহমান মৃদুল,মাহফুজুর রহমান সহ সকল ইউনিয়ন বিএনপির আহŸায়কগণ বক্তব্য রাখেন।