পরিত্যক্ত জমিতে শাক-সবজির চাষ করে  গণতন্ত্রী পার্টির নেতা বাবরের চমক

আমাদের প্রতিদিন
2024-09-13 22:25:09

খবর বিজ্ঞপ্তির:

পরিত্যক্ত খন্ড জমিতে শাক-সবজির চাষ করে চমক সৃষ্টি করেছেন গণতন্ত্রী পার্টির নেতা বাবর চৌধুরী। জমিতে বাক্স কচু, লাল শাক, পাট শাক, মরিচ, লাল ডাঙ্গা, ভুট্টা, কাড়ি কাড়ি লাউসহ শোভা পাচ্ছে গড়ে তোলা বাগানে। সহজেই দৃষ্টি গোচর হয় এই বৈচিত্র্যতা। তার এ উদ্যোগের ছড়িয়ে পড়ে আশপাশে। অনেকে দেখতে আসেন তার সবজি বাগান। রংপুর নগরীর কামাল কাছনা এলাকার স্বল্প আয়ের এসএম বাবর চৌধুরী কখনো ছোট-খাটো কাজ কর্ম আবার কখনো ব্যবসা করে জীবিকা নির্বাহ করতেন। তিনি সত্তুর দশক থেকে জননেতা মোহাম্মদ আফজালের আদর্শে খেটে খাওয়া মানুষের অধিকার আদায়ে ন্যাপ ও পরে গণতন্ত্রী পার্টির সাথে যুক্ত হয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। বাবর আমাদের প্রতিদিনকে  বলেন, তিনি কোনদিন চাষাবাদ করেননি। জাতির পিতা বঙ্গবন্ধু ৭ই মার্চের ভাষণে যেমন অনুপ্রাণিত হয়েছিলেন। তেমনিভাবে তার কন্যা দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈশ্বিক খাদ্য সংকট মোকাবেলায় দেশের জনগণকে প্রতি ইঞ্চি জমিতে আবাদ করার আহবানে উৎসাহিত হয়েছেন। নিজের জমি না থাকায় দীর্ঘদিনের পরিত্যক্ত পার্শ্ববর্তী মালিকের জমি চেয়ে পলিথিন, ময়লা, আবর্জনা পরিস্কার করে শাক-সবজি চাষাবাদ শুরু করেন। সার, কীটনাশক ছাড়া ফসল উৎপাদনে তিনি সফল হন। তার বাগানে গড়ে উঠা ফসল আশপাশের মানুষজনকে দিচ্ছেন, তেমনি প্রতি সপ্তাহে লাউ ও কাঁচা মরিচ বিক্রি করছেন বেশ ভাল দামে। বাবর চৌধুরী মনে করেন, দল, মত, নির্বিশেষে সকল মানুষ বিভেদ ভলে জায়গা ফেলে না রেখে চাষাবাদ করলে যেমন নিজের সফলতা আসবে। তেমনিভাবে দেশের অর্থনীতির উন্নয়নে অবদান রাখবে। ফলানো ফসলের দিকে যখন চোখ যায় তখন মন আনন্দে ভরে উঠে। আর মনে মনে কৃতজ্ঞতা প্রকাশ করেন মহান রবের নিকট।