গোবিন্দগঞ্জ প্রতিনিধি:
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির দেয়ার প্রতিবাদে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের আয়োজেনে এই কর্মসূচীতে আওয়ামীলীগ ও অঙ্গসহযোগি সংগঠনের নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন। আজ বিকেল ৫টায় দলীয় কার্যালয় থেকে বের হওয়া বিক্ষোভ মিছিল উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এরপর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধানের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক আবু সুফিয়ান মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশ বক্তব্য রাখেন গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের সংসদ সদস্য প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোকাদ্দেস আলী প্রধান বাদু, যুগ্ম সাধারণ সম্পাদক মিঞা আসাদুজ্জামান হিরু, যুগ্ম সাধারণ সম্পাদক ও দরবস্ত ইউপি চেয়ারম্যান আবু রুশদ মোঃ শরিফুল ইসলাম জর্জ প্রমুখ।