কোলকোন্দ ইউনিয়নে সাম্প্রদায়িক সম্প্রীতির  মতবিনিময় সভা অনুষ্ঠিত

আমাদের প্রতিদিন
2024-09-28 14:24:44

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:

রংপুরের গঙ্গাচড়া উপজেলার কোলকোন্দ  ইউনিয়নে সাম্প্রদায়িক সম্প্রীতি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কোলকোন্দ  ইউনিয়ন পরিষদের আয়োজনে গতকাল সোমবার  (২২ মে) রাতে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে  এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন গঙ্গাচড়া মডেল থানার ওসি দুলাল হোসেন, ইউপি সদস্য শরিফুল ইসলাম, কোলকোন্দ ইউনিয়ন পুজা উদযাপন পরিষদের সভাপতি জগদীশ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক সুধীর চন্দ্র বর্মন, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ডালিম কুমার রায়, আলদাদপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নিখিল চন্দ্র রায়, সহকারী শিক্ষক স্বপন মিয়া, বাবুপাড়া হরিমন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সুকুমার রায়  প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গঙ্গাচড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সমাজকল্যাণ সম্পাদক সাংবাদিক নির্মল রায়। সভায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে

আলোচনা শেষে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সকলকে সচেতন থাকার আহবান জানানো হয়।