কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এবং সন্ত্রাস, জঙ্গীবাদ ও সামাজিক সমস্যা সমাধানে ইমামদের প্রশিক্ষণ কর্মশালা ও সন্মেলন অনুষ্ঠিত হয়েছে।
কুড়িগ্রাম ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক মারুফ রায়হান এর সভাপতিত্ব এই সন্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ। বিশেষ অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন কুড়িগ্রাম পৌরসভার মেয়র কাজিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো: রুহুল আমিন, জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা নুর বখত মিয়া, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল খালেক ফারুক।
সন্মেলনে বাংলাদেশে বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের যে কোন চেষ্টার বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির জন্য ইমামদের এগিয়ে আসার আহবান জানানো হয়। পাশাপাশি সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধে প্রতিটি মসজিদে বিশেষ আলোচনা ও গুজব সৃষ্টিকারীদের ব্যাপারে বিদ্যমান আইনের ব্যাপারে আলোচনার জন্য ইমামদের প্রতি আহবান জানানো হয়। সন্মেলনে ৯টি উপজেলার প্রায় ২০০ মসজিদের ইমাম অংশ নেন।