মজিদা খাতুন মহাবিদ্যালয় পরিদর্শণ ও মতবিনিময় করেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এমপি

আমাদের প্রতিদিন
2024-09-15 06:59:21

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় পার্টির চেয়ারম্যান বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের এমপি আজ বৃহস্পতিবার (২৫ মে) রংপুর সদর উপজেলার সদ্যপুস্কুরিনি মজিদা খাতুন মহাবিদ্যালয় পরিদর্শণ করেন।

এ সময় তিনি মজিদা খাতুন মহাবিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে পৃথক পৃথকভাবে মতবিনিময় করেন।

এ সময় তার সাথে ছিলেন পার্টি কেন্দ্রীয় কমিটির ভাইস-চেয়ারম্যান ও কোষাধ্যক্ষ নীলফামারী-৪ আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ আহসান আদেলুর রহমান এমপি, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা জাপার  সদস্য সচিব হাজী আব্দুর রাজ্জাক, মজিদা খাতুন মহাবিদ্যালয়ের অদ্যক্ষ এস.এম হামিদুর রহমান, জেলা জাপার সদস্য রুহুল আমীন লিটন, শামিম সিদ্দিকী, জাতীয় যুব সংহতি রংপুর জেলার সভাপতি হাসানুজ্জামান নাজিম, জাতীয় পার্টি রংপুর সদর উপজেলার আহবায়ক মোঃ মাসুদ নবী মুন্না, সদস্য সটিব ও সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মোঃ মাসুদার রহমান মিলন ও জাতীয় যুব সংহতি রংপুর মহানগর সভাপতি মোঃ শাহীন হোসেন জাকিরসহ জাতীয় পার্টি রংপুর জেলা ও সদর উপজেলা এবং অঙ্গ সহযোগি সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।