রাজ কোথায় কি করছে কিছুই জানিনা: পরীমণি

আমাদের প্রতিদিন
2024-10-02 08:53:56

 

বিনোদন ডেস্ক:

সম্প্রতি চিত্রনায়ক শরিফুল রাজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে কয়েকটি ছবি ও ভিডিও ফাঁস হয়। সেই ছবি ও ভিডিওতে দেখা গেছে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা, চিত্রনায়িকা নাজিফা তুষি এবং সুনেরাহ বিনতে কামালকে।

অন্যরা এ বিষয়ে চুপ থাকলে এ ঘটনায় নিজের অবস্থান তুলে ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘ একটি স্ট্যাটাস দিয়েছেন সুনেরাহ। সেখানে ভিডিও ফাঁসের সঙ্গে রাজের স্ত্রী চিত্রনায়িকা পরীমণি জড়িত থাকার ইঙ্গিতও দিয়েছেন তিনি।

এ নিয়ে গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে পরীমনি বলেন, ‘আমি কিভাবে ওসব ভিডিও পোস্ট করব? রাজ তো ১০ দিন আগে থেকে আমার সঙ্গে নেই। সে রিফ্রেশেমেন্টের জন্য ১০ দিনের বেশি হলো বাসা থেকে বের হয়ে গেছে। কোথায় কি করছে কিছুই জানিনা। গতকালও ওকে ফোন করেছিলাম। সে ফোন কেটে বন্ধ করে দিয়েছে। এখন কোথায়, কার সঙ্গে কি করছে সে দায় কেনো আমার ওপর আসবে?’

পরীমনি আরো বলেন, ‘রাজ বেশ কদিন আগেই বাসা থেকে বের হয়ে যায়। কোথায় আছে, কার সঙ্গে আছে তার কিছুই আমি জানি না। বার বার খোঁজ নেয়ার চেষ্টা করেও পারিনি। পরে দেখি বন্ধুদের সঙ্গে পার্টি করার ছবি ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে। হুট করে গতকাল ভিডিও পোস্ট হল, আমার নাম জড়িয়ে আলোচনাতেও এলেন একজন।’

রাজের বাসা থেকে চলে যাওয়া কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘স্বামী-স্ত্রীর মধ্যে কতকিছুই তো হয়। তবে বাসা থেকে বের হওয়ার মত কিছু আমাদের হয়নি। অথচ রাজ বাসায় নেই কতদিন!

এতো দিন বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছে একটি বারও আমার ও বাচ্চার খোঁজ নেয়নি। হতে পারে বন্ধুদের নিয়ে ব্যস্ত ছিল, পার্টি করছিল। কিন্তু আমি মনে করি, বিয়ের পর এতটা ফ্রি থাকা উচিত নয়। অন্তত কিছুটা হলেও দায়িত্বশীল হওয়া উচিত।’

এই যে আলাদা থাকছেন, এটা কি বিচ্ছেদেরই ইঙ্গিত কিনা জানতে চাইলে এই চিত্রনায়িকা বলেন, ‘কি ইঙ্গিত দিচ্ছে সেটা বুঝতে পারছি না। কিন্তু আমি সংসার করার কম চেষ্টা তো করছি না, পারছি কই! একটার পর একটা ইস্যু চলেই আসছে। তারপরও আমি যে রাজকে বিয়ে করেছিলাম সেই রাজকে অনেক ভালোবাসি।’