গোবিন্দগঞ্জে আরমান এন্ড আবির হজ্ব সার্ভিস এবং হাসিনা এয়ার ট্রাভেলসের আয়োজনে সচেতনতামূলক হাজী সমাবেশ

আমাদের প্রতিদিন
2024-10-12 11:46:35

গোবিন্দগঞ্জ প্রতিনিধি:

গাইবান্ধার গোবিন্দগঞ্জে আরমান এন্ড আবির হজ্ব সার্ভিস এবং হাসিনা এয়ার ট্রাভেলসের আয়োজনে সচেতনতামুলক হাজী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার (৫ জুন) উপজেলার ধানসিঁড়ি স্কুল চত্বরে হজ্বে গমনেচ্ছুক ১শ’২৫ জন হাজী ও তাদের স্বজনদের নিয়ে এক আলোচনা সভা শেষে সকলের জন্য দোয়া দোয়া করা হয়।  আগামী ৭ জুন বৃহস্পতিবার এসব হাজী ঢাকা বিমানবন্দর থেকে হজ¦ পালন করার লক্ষে জেদ্দার উদ্দেশ্যে রওনা দিবেন। হাজী সমাবেশ বক্তব্য রাখেন হাজী মোহাম্মদ আনোয়ার হোসেন,হাজী ফরিদুল ইসলাম, হাজী আনিছুর রহমান সাংবাদিক কমরেড রফিকুল ইসলাম রফিক, মোঃ ফারুক হোসেন,আব্দুর রহিম প্রমুখ।