বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তানের ওয়ানডে দলে ঘোষণা

আমাদের প্রতিদিন
2024-09-08 14:19:58

ক্রীড়া ডেস্ক:

ঢাকা: বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের এই ওয়ানডে সিরিজের জন্য ১৯ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে আফগানিস্তান। তারকা লেগ স্পিনার রশিদ খান ও অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নবীকে নিয়েই ওয়ানডে সিরিজে বাংলাদেশের মুখোমুখি হবে তারা।

পিঠের চোটের কারণে জুনের শুরুতে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথম দুই ম্যাচে খেলতে পারেননি রশিদ খান। তৃতীয় ওয়ানডেতে খেললেও ৪ ওভারে ২১ রানে ছিলেন উইকেটশূন্য। এরপর বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টে তাকে বিশ্রাম দেওয়া হয়েছিল।