দীর্ঘ দিনের প্রেমিকাকে বিয়ে করলেন সানি দেওলের ছেলে

আমাদের প্রতিদিন
2024-09-30 10:34:43

বিনোদন ডেস্ক :

দীর্ঘ দিনের প্রেমিকাকে বিয়ে করলেন সানি দেওলের ছেলে বলিউড অভিনেতা করন দেওল। কনে জনপ্রিয় নির্মাতা বিমল রায়ের নাতনি দিশা আচার্য। রোববার (১৮ জুন) বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। এসময় দুই পরিবারের ঘনিষ্ঠজনেরা উপস্থিত ছিলেন। ইন্ডিয়া টিভি এ খবর প্রকাশ করেছে।

বিয়ের ছবিও প্রকাশ্যে এসেছে। তাতে দেখা যায়, শেরওয়ানিতে সেজেছেন করন দেওল। অন্যদিকে লাল রঙের লেহেঙ্গায় সেজেছেন দিশা।

গত ১৬ জুন অনুষ্ঠিত হয় করন-দিশার সংগীত অনুষ্ঠান। এদিন উপস্থিত ছিলেন বলিউড অভিনেতা রণবীর সিং। এ অনুষ্ঠানে করন-দিশার সঙ্গে নাচতে দেখা যায় রণবীরকে।

শুধু তাই নয়, ধর্মেন্দ্র, সানি, ববি দেওল পারফর্ম করে অতিথিদের নজর কাড়েন। এ সময়ের বেশ কটি ভিডিও অন্তর্জালে ছড়িয়ে পড়েছে।

বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র। বাবার পর বলিউডে ক্যারিয়ার গড়েন তার দুই ছেলে সানি ও ববি দেওল। এই পরিবারের পরবর্তী প্রজন্মও একই পথে হাঁটছেন। দাদা-বাবাদের দেখানো পথ ধরে সানি দেওলের ছেলে করন দেওলের রুপালি জগতে অভিষেক হয় ‘পাল পাল দিল কে পাস’ সিনেমার মাধ্যমে।