বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:
বিরামপুরে চলতি আমন মৌসুমের ধানও চাল ক্রয়ের অভিযান মঙ্গলবার (০৬ ডিসেম্বর) থেকে শুরু করেছে চরকাই খাদ্য গুদাম।
শহরের চরকাই খাদ্য গুদামে ক্রয় অভিযান উদ্বোধন করেন, উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু। এ উপলক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নিকছন চন্দ্র পাল, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক গোলাম মওলা, চরকাই খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজেদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাওছার আলী, চাউল কল মালিক সমিতির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি আকরাম হোসেন,সাধারণ সম্পাদক সহকারি অধ্যাপক মশিহুর রহমান, কৃষক রবিউল ইসলাম, মিলার সোহেল আলম মাসুম প্রমুখ।