এবার মাহফুজে মুগ্ধ পরীমণি

আমাদের প্রতিদিন
2024-10-06 17:32:43

বিনোদন ডেস্ক:

আসন্ন ঈদে ছোটপর্দার নন্দিত অভিনেতা মাহফুজ আহমেদ অভিনীত ‘প্রহেলিকা’ সিনেমা নিয়ে মুক্তি পেতে চলেছে। সিনেমা প্রচারে বেশ ব্যস্ত সময় পাড় করছেন অভিনেতা। সম্প্রতি এ ছবির এক প্রেস মিটিংয়ে বেশকিছু কথা বলেছেন তিনি। মাহফুজের কথাগুলো মুগ্ধ করেছেন পরীমণিকে। সামাজিকমাধ্যমে এ কথা জানিয়েছেন অভিনেত্রী।

রোববার (২৫ জুন) নিজের ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেছেন পরীমণি। ওই ভিডিওতে দেখা গেছে মাহফুজকে। প্রহেলিকার প্রচারণামূলক অনুষ্ঠানে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলছিলেন তিনি।

সে সময় মাহফুজ বলেন, ‘সুবর্ণা মোস্তফা যখন পরিণত অভিনেত্রী তখন তাকে আমরা আর পাইনি। একজন বিপাশা হায়াত, শমী কায়সার আফসানা মিমি একদিনে হননি। কিন্তু এরা যখন পরিণত হলেন তখন আমরা আর তাদের স্ক্রিনে পেলাম না। এটা ভীষণ লজ্জার। শাবনূরের মতো অভিনেত্রী খুঁজে পাওয়া দুষ্কর। তার ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে।’

এ সময় চলচ্চিত্রাঙ্গনের কাদা ছোঁড়াছুড়ি নিয়ে তিনি বলেন, ‘আমি চাই শাকিব, নিশো, নীরব, আমি আমাদের সবার ছবি একসঙ্গে দেখতে। আমরা সবার সিনেমার প্রতি শুভকামনা রাখব। ছবির জায়গায় ছবি প্রতিযোগিতা করবে। কিন্তু ব্যক্তিগত জায়গা থেকে কাঁদা ছোঁড়াছুড়ি হবে কেন।’

চলচ্চিত্রাঙ্গন নিয়ে মাহফুজের এমন কথা পরীমনিকে মুগ্ধ করেছেন। ক্যাপশনে তিনি তা প্রকাশ করে লিখেছেন, ‘কী সুন্দর, সহজ করে বললেন! মুগ্ধ হয়ে শুনি শুধু।’

‘প্রহেলিকা’ ছবিটি পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। এতে মাহফুজ আহমেদের বিপরীতে আছেন শবনম বুবলী।