নিজস্ব প্রতিবেদক:
‘শেখ হাসিনার বারতা, নারী পুরুষ সমতা’ প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের পায়রাবন্দে নানা আয়োজনে পালিত হয়েছে বেগম রোকেয়া দিবস। দিবসটি উপলক্ষে রংপুর জেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার (০৯ ডিসেম্বর) সকালে বেগম রোকেয়ার জন্মভূমি পায়রাবন্দে রোকেয়ার স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন উড়িয়ে দিবসটির উদ্ভোধন করেন বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম।
এসময় জেলা প্রশাসক ডঃ চিত্রলেখা নাজনীন, জেলা পুলিশ সুপার ফারুখ হোসেন চৌধুরী ছাড়াও জেলা ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে বেগম রোকেয়া দিবস উপলক্ষে তিনদিন ব্যাপি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন অতিথিবৃন্দরা।