ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ
নীলফামারীর ডোমারে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির বার্ষিক পুষ্টি কর্ম-পরিকল্পনা সভা (২০২৩-২৪) ও পুষ্টি কর্ম-পরিকল্পনার অনলাইন মনিটরিং বিষয়ক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ আগষ্ট) সকাল সাড়ে এগারোটা উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির আয়োজনে অনলাইন মনিটরিং ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম (বিপিএএ) এর সভাপতিত্বে অনলাইন মনিটরিং বিষয়ক ওরিয়েন্টেশন কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ,
এসময় অন্যান্নদের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সদস্য সচিব এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রায়হান বারী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোজাম্মেল হক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাকেরিনা বেগম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশলী শরিফুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অফিসার বকুল ইসলাম, স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক আল-আমিন রহমান, জানো প্রকল্পের ম্যানেজার মঈন উদ্দিন ময়নুল, উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সদস্য ও ডোমার প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোসাদ্দেকুর রহমান সাজু, ডোমার প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও পুষ্টি সমন্বয় কমিটির সদস্য এমদাদুল হক মাসুম, ০৮ নং ডোমার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাসুম আহমেদ প্রমুখ। জানো প্রকল্পের আইসিটি কনসুলেন্ট রোকসানা আব্বাসীর সঞ্চালনায় উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগনসহ মোট ৫০ জন পুষ্টি কর্ম-পরিকল্পনার অনলাইন মনিটরিং বিষয়ক ওরিয়েন্টেশন কর্মশালায় অংশ গ্রহণ করেন। উল্লেখ্য যে, জয়েন্ট এ্যাকশন নিউট্রিশন আউটকাম জানো প্রকল্পটি ইউরোপীয় ইউনিয়ন ও অষ্ট্রিয়ার ডেভোলপমেন্ট কর্পোরেশন এর অর্থায়নে কেয়ার বাংলাদেশ ও প্লান ইন্টারন্যাশনাল এর কারিগরি সহায়তায় বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) রংপুর ও নীলফামারী জেলায় সরকারের জাতীয় পুষ্টি পরিকল্পনা বাস্তবায়নে সহায়তা করে এলাকায় ব্যপক সাড়া জাগিয়েছে।