পীরগাছা (রংপুর) প্রতিনিধি:
রংপুরের পীরগাছায় সরকারি খালের সৌন্দয্য বর্ধনে লাগানো দুই শতাধিক চারা গাছ তুলে ভেঙ্গে ফেলার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার পারুল ইউনিয়নের নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির উদ্যোগে লাগানো এসব গাছ গত সোমবার ও গত মঙ্গলবার রাতে তুলে ফেলা হয়। এ বিষয়ে পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করা হয়েছে।
জানা গেছে, উপজেলার পারুল ইউনিয়নের নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির আওতায় ৩৫ লাখ টাকা ব্যায়ে প্রায় ৪ কিলোমিটার নদী খনন করা হয়। সেই খালের সৌন্দয্য বর্ধনে সরকারি ভাবে ৩ হাজার ৭ শতাধিক বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন করেন নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি। গত সোমবার গাছগুলো রোপন করার পর ওই রাতে এবং মঙ্গলবার রাতে আলাইকুমারী নদীর সুইচ গেট সংলগ্ন মকবুল হোসেনের জমির পাশে এবং চকিদারের ঘাট নামক স্থানের মোস্তফার বাড়ির সামনের দুই শতাধিক বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে ফেলা হয়। স্থানীয় প্রভাবশারী মকবুল হোসেন ও ওয়াদুদ আজাদ নামে দুই ব্যক্তি এসব গাছ তুলে ফেলছেন বলে অভিযোগ করেন সমিতির সভাপতি ও সাধারন সম্পাদক।
গতকাল বুধবার সরেজমিনে গিয়ে দেখা গেছে, মকবুল হোসেনর জমির পাশে নিজের লাগানো গাছ সতেজ রয়েছে। সরকারি ভাবে লাগানো গাছের চারা তুলে ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়েছে। পাশের মোস্তফার বাড়ির সামনের গাছগুলো তুলে ভেঙ্গে স্তুপ করে রাখা হয়েছে। এ বিষয়ে স্থানীয় লোকজন বলেন, পাশে যার জমি আছে, তারা ছাড়া কার সাহস হবে গাছ তোলার। তারাই ভালো জানেন।
এ বিষয়ে জানতে মকবুল হোসেনর ফোন দেয়া হলে সেটি বন্ধ পাওয়া যায়। আর ওয়াদুদ আজাদ মোবাইল ফোনে বলেন, যেখানে গাছ গেড়েছে, সেই জমি আমার কবলা করা সম্পত্তি। তাই আমি বাধা দিয়েছি এবং কয়েকটি গাছ তুলে পাশে রেখেছি।
জানতে চাইলে পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমন বলেন, এ ধরনের একটি অভিযোগ পাওয়ার পর থানার অফিসার ইনচার্জকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য বলা হয়েছে।