রংপুর মেট্রোপলিটন কমিউনিটি পুলিশিং বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত

আমাদের প্রতিদিন
2024-12-02 08:48:25

নিজস্ব প্রতিবেদক:

রংপুর মেট্রোপলিটন পুলিশ কার্যালয়ের সভাকক্ষে আজ বৃহস্পতিবার কমিউনিটি পুলিশিং বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও কমিউনিটি পুলিশিং রংপুর মেট্রোপলিটন কমিটির প্রধান উপদেষ্টা মোঃ মনিরুজ্জামান, বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) মোঃ সায়ফুজ্জামান ফারুকী; উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) মোঃ আবু বকর সিদ্দীক; উপ-পুলিশ কমিশনার (ডিবি) কাজী মুত্তাকী ইবনু মিনান; উপ-পুলিশ কমিশনার (অপরাধ) মোঃ আবু মারুফ হোসেন; উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ মেনহাজুল আলম, কমিউনিটি পুলিশিং রংপুর মেট্রোপলিটন কমিটি রংপুরের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মোছাদ্দেক হোসেন বাবলু, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব জহির উদ্দিন মোঃ জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক আরিফ হোসেন টিটো। এসময় পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও কমিউনিটি পুলিশিং কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় আগামী ১৬ সেপ্টেম্বর ২০২৩ খ্রি. "রংপুর মেট্রোপলিটন পুলিশের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী" সুষ্ঠু, সুন্দর ও সাফল্য মণ্ডিতভাবে সম্পন্ন করার জন্য রংপুর মেট্রোপলিটন পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দের সাথে কমিউনিটি পুলিশিং রংপুর মহানগর কমিটির সদস্যবৃন্দের আলোচনা হয়। এছাড়াও কমিউনিটি পুলিশিং কমিটির নানা কার্যক্রম ও কর্মপরিকল্পনা তুলে ধরেন নেতৃবৃন্দ। এসময় পুলিশ কমিশনার তাদের পক্ষ হতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।