আনসার ও ভিডিপি’র দৈনন্দিন তথ্য চিত্র সংগ্রহ সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত

আমাদের প্রতিদিন
2024-09-14 19:29:44

খবর বিজ্ঞপ্তির:

রংপুরে আনসার ও ভিডিপি’র দৈনন্দিন তথ্য চিত্র সংগ্রহ সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রংপুর রেঞ্জের উদ্যোগে বৃহস্পতিবার (২৪ আগস্ট) নগরীর মাহিগঞ্জ আনসার ও ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রে দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়। রংপুর আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রেঞ্জ পরিচালক মোঃ আব্দুস সামাদ, বিভিএম, পিভিএমএস এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় আনসার ও ভিডিপি সদর দপ্তরের প্রতিনিধি হিসেবে প্রধান আলোচক ছিলেন, শরীয়তপুর আনসার ও ভিডিপি’র জেলা কমান্ড্যান্ট মোঃ মইনুল ইসলাম। কর্মশালায় রেঞ্জ পরিচালক মোঃ আব্দুস সামাদ, বিভিএম, পিভিএমএস বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্ন দেখতেন ক্ষুধা মুক্ত, দারিদ্র মুক্ত, সন্ত্রাস মুক্ত, জ্ঞান ও চেতনায় সমৃদ্ধ এক জাতি। কোন রকম ভেদাভেদ-বৈষম্যহীন শোষনহীন থাকবে না। স্বাধীনতা অর্জনে ও স্বাধীন দেশের স্বার্বভৌমত্ব সমুন্নত রাখা, আইন-শৃঙ্খলার পরিবেশ উন্নয়ন এবং আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে নেতৃস্থানীয় স্মৃতি চারণ করে এ বাহিনীকে বাংলাদেশের অনন্য সম্ভাবনা ও সক্ষমতার বাহিনী হিসেবে অভিহিত করেন এবং ৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গঠনে বাহিনীর সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানান তিনি। কর্মশালায় রংপুর রেঞ্জের ৮ জেলার ও ৩টি ব্যাটালিয়ন ইউনিটের প্রধানগণ অংশগ্রহণ করেন। এর আগে ব্যাটালিয়ন আনসার ও ভিডিপি সদস্যদের পবিত্র হজ¦ পালনে আযান ও ক্বেরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।