তারাগঞ্জ(রংপুর)প্রতিনিধিঃ
তারাগঞ্জে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্ট্রান কল্যাণ ফ্রন্ট এর কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকালে স্থাণীয় তারাগঞ্জ বালিকা স্কুল ও কলেজের সভা কক্ষে উপজেলা বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্ট্রান কল্যাণ ফ্রন্ট এর আয়োজনে এই কর্মীসভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্ট্রান কল্যাণ ফ্রন্ট রংপুর জেলার সদস্য সচিব বিপ্লব রায়ের সভাপতিত্বে উক্ত কর্মী সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক সাংসদ ও রংপুর জেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্ট্রান কল্যাণ ফ্রন্ট আহবায়ক পরিতোষ চক্রবর্তী। প্রধান বক্তা ছিলেন সংগঠনের রংপুর জেলার সহ সাংগঠনিক সম্পাদক দেবাশীষ সরকার। বিশেষ অতিথি ছিলেন বিএনপির রংপুর জেলা আহবায়ক কমিটির সদস্য মতিয়ার রহমান, উপজেলা বিএনপির আহবায়ক এ্যাডঃ মাকদুম আলম, সদস্য সচিব মেহেদী হাসান শিপু, সিনিয়র যুগ্ন আহবায়ক সিরাজুল ইসলাম, রংপুর জেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্ট্রান কল্যাণ ফ্রন্ট এর সিনিয়র যুগ্ন আহবায়ক উত্তম সাহা, যুগ্ন আহবায়ক তপন কুমার রায় প্রমুখ।