ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এঁর আয়োজনে মাদক বিরোধী ০৯ সদস্যের স্বেচ্ছাসেবী সংগঠন তৈরী করা হয়েছে। 'মাদকমুক্ত ফুলবাড়ী গড়ি' প্রতিপাদ্য নিয়ে এই সংগঠনের সৃষ্টি হয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন।
শনিবার ফুলবাড়ী ডিগ্রী কলেজ সভা কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কলেজ গভর্নিং বডির সভাপতি আজিজার রহমান মাস্টার। সভায় ০৯ টি সামাজিক সংগঠন একত্রিত হয়ে এর নাম করণ করা হয় "ফুলবাড়ী উপজেলা স্বেচ্ছাসেবী পরিষদ,কুড়িগ্রাম"। এসময় বক্তব্য রাখেন, ফুলবাড়ী ডিগ্রী কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম রিজু, কুড়িগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আবু জাফর, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমান, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান বাবু, সিনিয়র সাংবাদিক সাংবাদিক আব্দুল আজিজ মজনু, শিক্ষানুরাগী শাহজাহান আলী বাদশা প্রমূখ। পরে বীর মুক্তিযোদ্ধা আজিজার রহমান মাস্টার, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান, অধ্যক্ষ আমিনুল ইসলাম রিজু ও সিনিয়র সাংবাদিক আব্দুল আজিজ মজনুকে নিয়ে ৫ সদস্যের উপজেলা উপদেষ্টা কমিটি গঠন করা হয়।