গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধিঃ
১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে রংপুরের গঙ্গাচড়া ইউনিয়ন কৃষক লীগের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করা হয়েছে। আজ মঙ্গলবার (২৯ আগস্ট) সকালে গঙ্গাচড়া সদরের গঙ্গাচড়া শিশুকল্যাণ প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম। গঙ্গাচড়া ইউনিয়ন কৃষক লীগের সভাপতি সাহেদুজ্জামান সবুজ এর সভাপতিত্বে
এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষক লীগের সভাপতি দেবদাস বর্মন, সাধারণ সম্পাদক আব্দুল মোত্তালিব মিঠু,যুগ্ম সাধারণ সম্পাদক নির্মল রায়,সাংগঠনিক সম্পাদক মফিজার রহমান লিকু,দপ্তর সম্পাদক নির্মল চন্দ্র সরকার। এসময় বড়বিল ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মাসুদার রহমান শিমু,গঙ্গাচড়া শিশুকল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ মোকারেমা খাতুনসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।