নিজস্ব প্রতিবেদক:
রংপুরে সম্প্রীতি ও বন্ধুত্বের সম্পর্কের বন্ধন অটুট রাখতে রংপুর ডিভিশন এসএসসি ৯৭ এইচএসসি ৯৯ ব্যাচের বন্ধুদের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ডিভিশনাল স্পোর্টস জোন ৯৭, রংপুর -অক্টাগন এর আয়োজনে এবং রংপুর ডিভিশন এসএসসি ৯৭ এইচএসসি ৯৯ এর সার্বিক তত্ত্বাবধানে এই প্রীতি ফুটবল ম্যাচের অনুষ্ঠিত হয়।
শুক্রবার বিকালে রংপুরের ঐতিহাসিক কারমাইকেল কলেজ মাঠে এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। সম্প্রীতির এ আয়োজন আনন্দের সঙ্গে উপভোগ করেন দর্শকেরাও। দর্শকরা জানান, ব্যতিক্রমী প্রীতি ফুটবল ম্যাচ দেখতে আসে রংপুর বিভাগের বন্ধুরা। শুক্রবার দুপুরের পর থেকে কারমাইকেল কলেজ মাঠ এলাকায় তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। এই প্রীতি ফুটবল ম্যাচে চ্যাম্পিয়ন হয়েছে বন্ধুত্ব।খেলা শেষে উভয় দলের খেলয়ারদের মাঝে ক্রেস্ট বিতরন বিতরণ করা হয়। খেলার অন্যতম উদ্যোক্তা এডমিন বন্ধু ফারুক সহ অন্যান্য এডমিন সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেছে। এসময় উপস্থিত ছিলেন রংপুর ডিভিশনের আহবায়ক ডাঃ মোস্তফা আলম বনি, সদস্য সচিব হাফিজুর রহমান রিংকুসহ বিভাগের বিভিন্ন জেলার বন্ধুগন। উল্লেখ্য, রংপুর ডিভিশন এসএসসি ৯৭ এসএইচসি ৯৯ ব্যাচের বন্ধুদের উদ্যোগে এ প্রীতি ফুটবল খেলার আয়োজন করে। এ খেলাকে কেন্দ্র করে এলাকায় উৎসবের আমেজ বিরাজ করে। খেলার আয়োজকরা জানান, ‘বন্ধুদের মধ্যে ভালোবাসা ও সম্প্রীতির বন্ধন অটুট রাখতে এ প্রীতি ফুটবল ম্যাচ ও আনন্দ আয়োজন করে আসছি। এ আয়োজন উপলক্ষে এলাকায় উৎসব আমেজ তৈরি হয়। সবাই খেলা উপভোগ করেন। আনন্দ-উৎসবে মেতে ওঠেন।