খবর বিজ্ঞপ্তির:
আজ শনিবার দুপুরে রঙ্গপুর সাহিত্য পরিষৎ হল রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রংপুর সিটি কর্পোরেশনের ৩৩নং ওয়ার্ড,মাহিগঞ্জ থানাধীন রঘু বাজার সংলগ্ন, আজিজুল্লাহ শাহাপাড়া এলাকার ললীত চন্ত্র শীল। লিখিত বক্তব্যে বলেন, দীর্ঘদিন থেকে এই এলাকায় বসবাস করছি। আমার প্রতিবেশীর স্থানীয় প্রভাবশালী দলের নেতা নূর হোসেন ও মোশাররফ হোসেন মোশার নির্দেশ ক্রমেই হিন্দু পরিবারের উপর প্রতিনিয়ত অমানুষিক নির্যাতন চালিয়ে আসছে।সাথে প্রায় ১০/১২ বছর থেকে আমার বসত বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলে আসছে। আমার নিজ নামীয় আজিজুল্লাহ মৌজার,জে এল নং ১৪৬, আর এস খতিয়ান নং ৭৭৩, দান নং ৩৮৮৫,সাবেক দাগ নং ৮৫৮৬,হাল দাগ নং ২৫১১, ৮ শতক জমি। ৩১শতক জমি সাবেক দাগ নং ৩৮৮১, ৩৮৮১,৩৮৮২,৩৮৮৩, হাল দাগ নং ২৫১২, ৬২ শতক জমির মধ্যে ৩১ শতক জমি দুই দাগ মিলে মোট জমি ৩৯ শতক। এই দুটি দাগের বসত বাড়ির জমির সীমানা নিয়ে পাশর্^বর্তী মৃত নবাব আলীর ছেলে তালেব মিয়া, আবদুস সামাদের ছেলে ফেরদৌস মিয়ার সাথে বিরোধ চলে আসছে। একই এলাকার তালেব ও ফেরদৌসের সাথে ঐ দুই দাগের জমির সীমানা সঠিক নির্ণয়ের জন্য ললিত চন্দ্র শীল ০১/০৯/২০০৭ ইং সালে রংপুরের বিজ্ঞ আদালতে মামলা দায়ের করি। বিজ্ঞ আদালত আমার অভিযোগ আমলে নিয়ে আমার জমির কাগজপত্র পরীক্ষা নিরিক্ষা সাপেক্ষে দুই দাগের ৩৯শতক জমির উপর চিরস্থায়ী নিষেধাজ্ঞা জারি করে। গত ২৯/০৪/২০১০ সীমানা পিলার মামলা সংক্রান্ত আমার পক্ষে বিজ্ঞ আদালত রায় প্রদান করেন। এই রায় প্রদানে প্রেক্ষিতে গত ১৯/০৯/২০১৬ ইং তারিখে তৎকালীন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মহোদয় তৎকালীন সংশ্লিষ্ট ৩৩নং ওয়ার্ড কাউন্সিলর সুলতান আহমেদ বিষয়টি আবারও দলিলপত্র পর্যালোচনা করে সমাধানের প্রস্তাব প্রদান করেন। যেহেতু বিজ্ঞ আদালত কতৃক চিরস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ জারি থাকায় সিটি কর্পোরেশন কর্তৃক উক্ত রায় বহালের পক্ষে রায় দেন। এই ব্যাপারে তাদেরকে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহŸান করেন। গত ২৮ আগস্ট সকাল আনুমানিক ৯টার দিকে আমার বিবাদী পক্ষ আবু তালেব ও ফেরদৌস মিয়া তার দলবল নিয়ে অতর্কিত ভাবে আমার সীমানার ভিতরে থাকা সকল ধরণের বাঁশ,গাছ কর্তন শুরু করেন। আমি বিষয়টি তাৎক্ষণিক ৯৯৯এ ফোন দিলে মাহিগঞ্জ মেট্রো থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজুর রহমান মোবাইল ফোনে বিষয়টি জানানো হলে তিনি এসএই বাবুলকে একজন সঙ্গীসহ ঘটনাস্থলে প্রেরণ করে। উক্ত পুলিশ কর্মকর্তা বাঁশ ও গাছ কাটা থেকে বিরত থাকার আহŸান জানান। রক্তক্ষয়ী সংঘর্ষ এরানো এবং আইন শৃঙ্খলা ঠিক রাক্ষার স্বার্থে স্থানীয় কাউন্সিলর সিরাজুল ইসলাম ও রসিক মেয়র মোস্তাফিজার রহমান ঘটনাস্থল পরিদর্শন করে উভয় পক্ষকে শান্ত থাকার আহŸান জানান। কিন্তু তারা মেয়র মহোদয়েল আদেশ অমান্য করে আমার সহধর্মীনী পারুল রানী এবং নাতনী মৌমিতাকে মারধর করে এবং ভয়ভীতি প্রদর্শন করে। আমি বর্তমানে নিরাপত্তাহীনতায় ভূগছি। কারণ আাম অসহায় একজন হিন্দু , আমি পেটের দ্বায়ে কর্ম করতে যখন বের হই বিবাদী পক্ষ তিন চারদিন থেকে লাগাতার প্রায় দেড় হাজার বাঁশ ও কয়েকটি ছোট বড় কাঠ ও ফলের গাছ কাটা অব্যাহত রেখেছে। আমাদেশ নির্দেশ,অনুরোধ অমান্য করছে তোদের ভিটে ছাড়া করে ভারতে পাঠাবো। আমি স্বাধীন বাংলাদেশের শান্তি প্রিয় নাগরিক। ভারতে যাওয়া তো দূরের কথা, আমি আমার এই ভিটে মাটি ছেড়ে যাবো না। আমি রংপুরের সুধিজন ও প্রশাসনের কাছে ন্যায় বিচার কামনা করছি। সংবাদ সম্মেরনে উপস্থিত ছিলেন স্বপন কুমার শর্মা,বকুল কুমার শর্মা,শংকর রায়,অনামিকা শর্মা প্রমুখ।