মিঠাপুকুরে পারিবারিক অবহেলায় বৃদ্ধের আত্মহত্যা

আমাদের প্রতিদিন
2024-09-13 10:15:56

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি:

রংপুরে মিঠাপুকুর উপজেলায় পারিবারিক অবহেলা আর ক্ষুধার জ্বালা সইতে না পেরে হ্যাস্কারু চন্দ্র মহন্ত (৯০) নামে একজন বৃদ্ধ ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। এমন তথ্য জানিয়েছেন প্রতিবেশিরা। শনিবার উপজেলা দূর্গাপুর ইউনিয়নের শঠিবাড়ী হরিপুর শাহাপাড়ায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সহকারী পুলিশ সুপার (ডি সার্কেল) আবু হাসান মিয়া ও মিঠাপুকুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজার রহমান। এই অপমৃত্যুর ঘটনায় স্বজনদের অভিযোগ না থাকায় বৃদ্ধের লাশ শেষকৃত্য অনুষ্ঠানে বাধা দেয়নি পুলিশ।

এলাকাবাসি সূত্রে জানা গেছে, বৃদ্ধ হ্যাস্কারু মহন্তের ৪ ছেলে, ২ মেয়ে ও একজন স্ত্রী রয়েছে। স্বামী-স্ত্রী মিলে খাওয়া-দাওয়া করেন ছেলেদের ঘরে। রুটিন করে একদিন পরপর দুই ছেলের ঘরে খবার দেয়া হতো। এভাবে চলতে থাকায় মানসিক ভাবে ভেঙ্গে পড়েন হ্যাস্কারু। এ ছাড়া ছেলেরাও ঠিকমত খাবার না দেয়ায় তিনি মানসিকভাবে ভেঙ্গে পড়েন।

শনিবার সকালে ছেলেদের ঘর হতে আসা খাবারের জন্য অপেক্ষা করছিল হ্যাস্কারু মহন্ত ও তার স্ত্রী। কিন্তু কোন ছেলের ঘর হতে খাবার আসেনি। অনেকক্ষণ বসে ছিলেন তিনি। এমন অপমান আর বেদনা সইতে না পেরে দুপুর বেলা বাড়ি ফাঁকা পেয়ে ক্ষুধার্ত অভিমানি পিতা হ্যাস্কারু মহন্ত নিজের ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। অনেকক্ষণ পরে প্রতিবেশিরা ঘরে ফাঁসিতে ঝুলে থাকা অবস্থায় হ্যাস্করু

মহন্তের লাশ দেখতে পায়। পরে পুলিশকে খবর পাঠালে ঘটনাস্থল পরিদর্শন করেন সহকারী পুলিশ সুপার (ডি সার্কেল) আবু হাসান মিয়া ও মিঠাপুকুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজার রহমান। স্বজনদের অভিযোগ না থাকায় হ্যাস্কারু মহন্তের লাশ শেষকৃত্য করতে বাধা দেয়নি পুলিশ।

শঠিবাড়ী হরিপুর শাহাপাড়ার গ্রামের কয়েকজন বাসিন্দার সাথে কথা বলে জানা গেছে, মুলত অভাব-অনটকের কারণে হ্যাস্কারু মহন্ত গলায় ফাঁস দিয়েছে। ছেলেরা ঠিকমত খাবার দিতনা। দিনের পর দিন তারা খেয়ে না খেয়ে থাকত। কেউ খোঁজ নিত না। এভাবে খেয়ে না খেয়ে চরম অভিমানের গলায় ফাঁস দিয়েছেন।

মিঠাপুকুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বৃদ্ধের লাশ দেখেছি। তিনি দির্ঘদিন ধরে অভাব-অনটনের কারণে মানসিকভাবে ক্ষতিগ্রস্থ্য ছিলেন। অভিমানে তিনি গলাশ ফাঁস দিয়েছেন বলে আমাদের প্রাথমিক ধারনা।