গোবিন্দগঞ্জে ইউএসবি এক্সপ্রেস লিমিটেড কুরিয়ার এন্ড পার্সেল সার্ভিসের শাখা অফিস উদ্বোধন

আমাদের প্রতিদিন
2024-09-10 15:17:33

গোবিন্দগঞ্জ প্রতিনিধি:

গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর শহরের হীরক মোড়ে ২ সেপ্টেম্বর শনিবার দুপুর ১২টায় ইউ এস বাংলা এয়ার লাইসেন্স অন্যতম সহযোগী প্রতিষ্ঠান ইউএসবি এক্সপ্রেস লিমিটেড কুরিয়ার এন্ড পার্সেল সার্ভিস গোবিন্দগঞ্জ শাখা অফিসের উদ্বোধন করা হয়েছে।

প্রধান অতিথি হিসাবে এ শাখা অফিসের উদ্বোধন করেন পৌরসভার প্যানেল মেয়র ও ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোঃ শাহীন আকন্দ। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউএসবি এক্সপ্রেস লিমিটেডের রংপুর বিভাগীয় এরিয়া সেলস ম্যানেজার এইচ.এম.এরশাদ, বিশেষ অতিথি হিসাবে আরো বক্তব্য রাখেন  জহুরা মাতৃসনদ ও কনসালটেশনের পরিচালক এবং মোহনা টিভির বগুড়া ব্যুরো প্রধান,গোবিন্দগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রাসেল কবির। অন্যান্যেরমধ্যে বক্তব্য রাখেন ইউএসবি এক্সপ্রেস লিমিটেড কুরিয়ার এন্ড পার্সেল সার্ভিস গোবিন্দগঞ্জ শাখা অফিসের পরিচালক মোঃ আবু বক্কর সিদ্দিক। উদ্বোধনী আলোচনা শেষে দোয়া অনুষ্ঠিত হয়।