গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধিঃ
রংপুরের গঙ্গাচড়া মডেল থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে আটক করেছে। এসময় তাদের কাছ থেকে ১১০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন, লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার চাপারহাট এলাকার ভবেশ রায়ের ছেলে সুশান্ত রায় (৩০) ও গঙ্গাচড়া উপজেলার মর্নেয়া ইউনিয়নের মর্নেয়া গ্রামের বক্তার আলীর ছেলে শফিউল ইসলাম (৩০)। গঙ্গাচড়া মডেল থানার ওসি দুলাল হোসেন জানান, আটক শফিউল ইসলাম সোমবার সন্ধ্যায় ও সুশান্ত রায় রাত ১০ টার দিকে লালমনিরহাট জেলার সীমান্ত এলাকা থেকে ফেনসিডিল নিয়ে উপজেলার লক্ষীটারী ইউনিয়নের শেখ হাসিনা সেতু হয়ে রংপুর শহরের দিকে যাচ্ছিলো। এসময় গোপন সংবাদে থানা পুলিশ সদস্যরা শেখ হাসিনা সেতু এলাকা থেকে শফিউলকে ৭৫ বোতল ফেনসিডিলসহ এবং সুশান্তকে ৩৫ বোতল ফেনসিডিল ও একটি মোটরসাইকেলসহ আটক করে। এই ঘটনায় তাদের বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার সকালে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।