ডোমারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দুই হোটেল ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা

আমাদের প্রতিদিন
2024-09-19 16:45:03

ডোমার (নীলফামারী)প্রতিনিধিঃ

নীলফামারীর ডোমার উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নের পাঙ্গার চৌপথী নামক বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই হোটেল ব্যবসায়িকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ মঙ্গলবার ৫ সেপ্টেম্বর দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট জান্নাতুল ফেরদৌস হ্যাপি। জরিমানা প্রদানকারী ব্যক্তিরা হলেন মা হোটেলের স্বত্বাধিকারী নুরুজ্জামান ১০ হাজার টাকা এবং দুলাল হোটেলের স্বত্বাধিকারী দুলাল হোসেন ৫ হাজার টাকাসহ মোট ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

সেবা গ্রহিতার জীবন ও নিরাপত্তা বিপন্নকারী কর্মকান্ডের জন্য ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে  জরিমানা করার পাশাপাশি তাদেরকে সতর্ক করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় প্রসিকিউশন কর্মকর্তা হিসেবে দ্বায়িত্ব পালন করেন এবং ২ জন হোটেল ব্যবসায়ির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক আল-আমীন রহমান। অভিযান পরিচালনাকালে সহযোগিতায় ছিলেন ডোমার থানা পুলিশের সদস্যবৃন্দ।